গণিতবিদ ফ্রীম্যান জন ডাইসনের রিসেন্ট ইন্টারভিউট
ঈদের ছুটিতে ৫০ টির মত আর্টিকেল/নিউজ পড়লাম , তার মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ-আমেরিকান লিজেন্ডারি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ফ্রীম্যান জন ডাইসনের রিসেন্ট ইন্টারভিউটা ।
.
.
এই ইন্টারভিউতে ডাইসন অনেক কিছুই নিয়ে ফ্রাঙ্কলী বলেছেন, ম্যাথ, যুদ্ধ, জীবন দর্শন ইত্যাদি ।
.
.
ম্যাথ নিয়ে উনি যে কথাটা বলেছন তা আমার কাছে খুবই প্রাক্টিক্যাল মনে হয়েছে।
.
উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাথ নিয়ে সবচেয়ে বড় মিস কন্সেপসনটা কি ?
.
.
উনি বলছেন যে, সবার ম্যাথ শিখতে হবে এমন কোন কথা নেই । সব সময় আমরা চাই এবং বাচ্চাদের চাপাচাপি করি ম্যাথ শিখার জন্য। এই পুশিংটা বাচ্চাদের জন্য খুব কষ্টের এবং একই সাথে টিচারদের জন্যও । উনি মনে করেন, এই চাপাচাপি সম্পূর্ণ ইউজলেস । কারণ উনার কাছে ম্যাথ, পিয়ানো বাজনোর মত, - কিছু মানুষ এটা করতে পারে - অন্যরা করতে পারে না ।
.
.
আর Phd নিয়ে বলছেন যে, এটা করা অনেক কষ্টের ও ডেস্টাকটিভ । উনি যখন অধ্যাপক ছিলেন, তখন তার আসল কাজ ছিল একজন সাইকিয়াট্রিক নার্স হিসাবে কাজ করা । অনেক Phd স্টুডেন্ট উনার কাছে এসে তাদের কষ্টের কথা বর্ননা করত। তাদের মধ্যে একজন ট্রেরিবল প্রেশার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল আর দুই জনের গতি হয়েছিল মানসিক হাসপাতালে। এই ট্রাজেডীর জন্য উনি Phd সিস্টেমকে দায়ী করেন ।
.
.
Phd সিস্টেম ডিজাইন করা হয়েছে একাডেমিকদের জন্য এবং এটা সত্যিই ভাল কাজ করে যদি আপনি সত্যিই একজন একাডেমিক হতে চান, একজন শিক্ষাবিদ হিসাবে জীবন কাটাতে চান।
কিন্তু সমস্যা যে এটা একটি মিল টিকেটে পরিণত হচ্ছে - আপনি জব পাবেন না কারণ আপানর একটি পিএইচডি নাই । আরও বললেন যে
.
.
"Anyway, so, I’m happy that I’ve raised six kids, and not one of them is a Ph.D."
Source: http://www.businessinsider.com/freeman-dyson-interview-2016-9
Comments
Post a Comment