ব্ল্যাক হোল এবং ইন্টারস্টেলার

ইন্টারস্টেলার মুভিতে ব্ল্যাক হোলের যে ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছিল তা করতে সময় লেগেছিল এক বছর এবং সবকিছু হয়েছিল কিপ থর্নের সরাসরি তত্তাবধানে। থর্ন হচ্ছেন একদম প্রথম দিকের সাইন্টিস্ট যিনি থিওরেটিকাল সায়েন্টিফিক রিসার্চ করেছিলেন, যে বিজ্ঞান কি আসলেই টাইম ট্রাভেলের সূত্র দিতে পারবে কিনা।
তো থর্নের টিম, তার সমীকরণ অনুযায়ী কোডিং করে ব্ল্যাক হোলের ভিজুয়ালাইজেশন করতে গিয়ে দেখেন সম্পূর্ণ অদ্ভুত জিনিস হয়। যেটা ব্ল্যাক হোলের ধারনাকৃত প্রচলিত শেইপের সাথে মিলে না। সাইন্টিস্টরা মনে করতেন যে, ব্ল্যাক হোলের চারিপাশ Accretion Disk এর মত, অনেকটা গ্লোয়িং রি এর মত। কিন্তু থর্নের সমীকরণ অদ্ভুত কিছু প্রর্দশন করে, ডিস্কের পরিবর্তে সেখানে অনেকটা মূকুটের মত আকৃতি হয়।
প্রাথমিক ভাবে তার টিম মনে করেছিল যে প্রোগ্রাম বা সফটওয়্যারের কোন ভুলের কারণে ব্ল্যাক হোলের এইরকম অদ্ভুত সেইপ হয়ে থাকতে পারে। সবকিছু আবার রিচেক করার করার পর দেখা গেল যে, কোন ভুল ছিল না প্রোগামিং এ।

Comments

Popular posts from this blog

How to Download Video from Youtube - The Easiest way

পিৎজা এবং বই