পিন নাম্বার কিভাবে মনে রাখবেন ?
আজকাল আমাদের অনেক পিন নাম্বার এবং পাসওয়ার্ড মনে রাখতে হয়। পাসওয়ার্ড মনে রাখার তো অনেক Options আছে। কিন্তু যাদের ৬/৭ টি ব্যাংক কার্ড তাদের এত গুলো পিন ঠিক ভাবে, কোন পিন কোন কার্ডের, তা মনে রাখা খুবই দূরহ ব্যাপার।
আমরা সাধারণত পিন নাম্বার ওয়ালেট এ কোন কাগজে লিখে রাখি অথবা মোবাইল ফোনে কন্টাক্ট এ বা নোট এপে লিখে রাখি। এবং এইভাবে লিখে রাখা খুবই ইনসিকিউর। ওয়ালেট চুরি হয়ে গেলে কি হবে তো বুজতেই পারছেন।
এই সমস্যাটা আমকে অনেক ভুগিয়েছে। তারপর চিন্তা করে একটা সমাধান পেলাম।
মনে করেন আপনার একটি কার্ডের পিন নাম্বার 5478 এবং অন্য একটি কার্ডের পিন নাম্বার 1678
এখন সিকিউরড ভাবে পিন নাম্বার ব্যবহার করার জন্য আপনাকে একটি সুপার পিন নাম্বার খুঁজে নিতে হবে। এই সুপারপিন রিয়েল পিনের সাথে যোগ/বিয়োগ করে Encrypt and Decrypt করতে হবে।
ধরে নিলাম আপানার সুপারপিন 1123 (৩/৪/৫ যে কোন ডিজিটের নাম্বার নিতে পারেন সুপারপিন হিসাবে) এখন আরেকটি ডিসিশন নিতে হবে যে, আপনি সুপারপিন, রিয়েল পিনের সাথে যোগ করে Encrypt করবেন না বিয়োগ করে করবেন। ধরলাম আমরা যোগ করে Encrypt করব।
এখন আপনার প্রথম কার্ডের পিন 5478 এর সাথে 1123 যোগ করার পর Encrypted পিন হবে 6601
একই ভবে ২য় পিন 1678 এর সাথে সুপারপিন 1123 যোগ করার পর Encrypted পিন হবে 2801
এখন এই পদ্ধতিতে বাকি সব কার্ডের পিন Encrypt করে ওয়ালেটে কাগজে, ফোনে, যেখানে খুশি লিখে রাখতে পারেন, এমন কি পার্মানেন্ট মার্কার দিয়ে কার্ডের উপরও লিখে রাখতে পারেন। শুধু সুপারপিন মাথায় রাখবেন।
Decryption
ব্যবহার করার সময় Encrypted পিন থেকে সুপারপিন বিয়োগ করলে রিয়েল পিন পাবেন।
উদাহরণ -
প্রথম কার্ডের Encrypted পিন 6601 থেকে সুপারপিন 1123 বিয়োগ করলে রিয়েল পিন 5478 পাবেন।
ব্যবহার করার সময় Encrypted পিন থেকে সুপারপিন বিয়োগ করলে রিয়েল পিন পাবেন।
উদাহরণ -
প্রথম কার্ডের Encrypted পিন 6601 থেকে সুপারপিন 1123 বিয়োগ করলে রিয়েল পিন 5478 পাবেন।
নোটঃ যদি Encryption করার সময় রিয়েল পিন থেকে সুপারপিন বিয়োগ করে থাকেন তাহলে Decryption করার সময় অবশ্যই যোগ করবেন।
Comments
Post a Comment