মেশিন লার্নিং ধারণা - সহজ ভাষায় বাংলায়
মনে করেন একদিন বাজারে গেলেন আম কিনার জন্য । দোকানদার আমের অনেক গুলা ঝুড়ি নিয়ে বসে আছে। কেজি হিসাবে আম সেল হয় তাই নির্দিষ্ট দামের ঝুড়ি থেকে যে কোন আম ইচ্ছামত বেছে নিতে পারেন। আর অবশ্যই আপনি চাইবেন পাকা মিষ্টি আম কিনতে । কিন্তু কিভাবে বুঝবেন যে, কোন আম গুলো মিষ্টি হবে ? বাসা থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে যে, উজ্জ্বল হলুদ আম কিনার জন্য, কারণ এই গুলো মিষ্টি হবে। তাই আপনি ঝুড়ি থেকে উজ্জ্বল হলুদ আম বেছে নিলেন এবং দাম মিটিয়ে বাসায় আসলেন। মনে মনে খুব খুশি হলেন যে ভাল আম কিনতে পারলেন। কিন্তু জীবন এত সহজ না Life is very complicated বাসায় এসে খাওয়ার পর দেখলেন যে কিছু কিছু আম মিষ্টি আর বাকি গুলা একদমই বাজে। আপনি খুব আশাহত হলেন। বাসা থেকে বলে দেওয়া বূদ্ধি কাজে লাগল না । অবশ্যই শুধু উজ্জ্বল হলুদ ফিচার ছাড়াও আরো কিছু আছে, যেটা Indicate করে কোন আম গুলা মিষ্টি হবে। আম গুলা খাওয়ার পর এবং অনেক চিন্তা ভাবনা করে আপনি বুজতে পারলেন যে বড় এবং উজ্জ্বল হলুদ আম গুলো মিষ্টি আর ছোট উজ্জ্বল হলুদ আম গুলা ৫০% টাইমস মিষ্টি না । মানে ১০০ টি ছোট উজ্জ্বল হলুদ আমের মধ্যে ৫০% মিষ্টি না । আপনি খুব খুশি হলেন যে এখন থেকে মিষ্...