স্টারবাকস কফি



স্টারবাকস ফাউন্ডার হাওয়ার্ড সুলজ তার লিডারশীপকে ডিফাইন করতে গিয়ে তার জীবনের একটি বাস্তব ঘটনা তুলে ধরেন ।
1961 সালের শীতকালে, সাত বছর বয়সী হাওয়ার্ড সুলজ ব্রুকলিনে, ফেডারেল সরকারের ভর্তুকি দিয়ে নিন্মভিত্তদের জন্য নির্মিত তাদের অ্যাপার্টমেন্ট সামনে তার বন্ধুদের সঙ্গে snowballs নিক্ষেপ করা খেলতেছিলেন । এমন সময় তার মা সাত তলা থেকে চিৎকার করে বললেন "হাওয়ার্ড, ভিতরে আস,তোমার বাবা এক্সিডেন্ট করেছে"
বাসায় এসে হাওয়ার্ড দেখল তার বাবা ভাঙ্গা পা নিয়ে লিভিং রুমে সোফার উপর শুয়ে আছে। ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতে গিয়ে তার বাবা বরফে পিছলা খায় এবং তার গোড়ালি ভেঙ্গে যায় । ফলস্বরূপ, তার বাবা চাকরিও হারান এবং সেই সাথে তিনি এবং তার পরিবার স্বাস্থ্যসেবার সুবিধাগুলি থেকেও বঞ্চিত হন ।
কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার কোন আইন তখনও বিদ্যমান ছিল না । এবং Howard এর মা বাইরে কাজ করতে যেতে পারে নাই কারণ তিনি ছিলেন সাত মাসের প্রেগন্যান্ট।



তাদের পরিবারে চলার মত কিছুই ছিল না, ছিল না কোন জামানো টাকা । হাওয়ার্ড ,কত সন্ধ্যায় ডিনার টেবিলে তার বাবা মাকে ঝগড়া করতে দেখেছে, কার কাছে থেকে কত টাকা ধার আনা যায় ... শুধুমাত্র চলার জন্য। বিভিন্ন বিল সংগ্রহকারীরা বাসায় ফোন করলে সাত বছর বয়সী হাওয়ার্ড বলত , বাসায় তার বাবা - মা নেই ।

তাদের এই রকম পারিবারিক দুরবস্থা দেখে ছোট হাওয়ার্ড একটি কোম্পানি করার স্বপ্ন দেখল যেখানে কর্মচারীদের স্বাস্থ্যসেবার যথা যত সুবিধা প্রদান করবে । কিন্তু সে এই ভাবে বুজতে পারে নাই যে, একদিন তার কোম্পানিতে বিশ্বজুড়ে 28,218 (2018) আউটলেটে 238,000 (2016) লোক কাজ করবে ।
বিশ্বের নেতৃস্থানীয় কফি শপ Starbucks নির্মাণ করার পেছনে তার প্রেরণা ছিল তার জীবনের এই নির্মম অভিজ্ঞতা। স্টারবাকসই প্রথম আমেরিকান কোম্পানি যা তাদের যোগ্যতাসম্পন্ন কর্মীদের জন্য স্বাস্থ্য কেয়ার অ্যাক্সেস প্রদান করে , এমনকি পার্ট টাইম কর্মীদের জন্যও ।
হাওয়ার্ড বলেন তার জীবনের এই নির্মম অভিজ্ঞতাটি , স্টারবাকসের কালচার এবং ভ্যালুর সাথে সরাসরি সম্পর্কিত । তিনি এমন কোম্পানীর নির্মাণ করতে চেয়েছিলেন যেখনে কর্মীদের ত্বকের রঙ, বা শিক্ষার স্তরের নির্বিশেষে সম্মান দেওয়ার হবে,মূল্যায়ন করা হবে এবং যথাযথ হেলথ কেয়ার প্রদান করবে।


Comments

  1. I think the admin in this site work very hard. Because the material using in this site is very amazing. Everything in this site is very nice. Keep it up.Adguard Premium Crack

    ReplyDelete
  2. I have read your article. It is very informative and helpful for me. I admire the valuable information you offer in your articles. And I am sharing your post in my friends. Thanks for posting it.
    app cleaner and uninstaller crack

    ReplyDelete
  3. I think this is an informative post and it is very beneficial and knowledgeable. Therefore, I would like to thank you for the endeavors that you have made in writing this article. All the content is absolutely well-researched. Thanks.
    Virtual DJ Pro Crack
    ESET Internet Security Crack
    VueScan Crack
    Smadav Pro Crack
    Minecraft Crack
    KeyShot Pro Crack
    Avast Antivirus Crack

    ReplyDelete
  4. Windows 8.1 Product Key have been popular in the free product key scene. If you don’t want to spend money on purchasing a properly licensed product key, you can use a free one and try one of the latest Windows systems at no cost. However, there are some risks you need to take into account when trying this method.

    PES 2019 download
    Voxal Voice Changer registration code
    M3 Data Recovery key
    Windows 8.1 Activator
    FL Studio Registration Key
    Best Asian action movies 2017
    Full Back massage bayside
    Tatoors

    ReplyDelete
  5. K7 Total Security 16.0.0568 Crack is a influential instrument toward defend your digital existence.
    https://freeforfile.com/k7-total-security-activation-key-crack/

    ReplyDelete
  6. Create message. Keep posting this kind of information on your blog.
    I am very impressed with your site.
    Hi, you've done a great job. I will definitely dig in and personally recommend it to my friends.
    I am sure they will find this site useful.
    sibelius crack
    antares autotune pro crack
    virtual dj pro crack
    sidify music converter crack

    ReplyDelete
  7. Thank you for your dedication.
    to your website and the content you provide.
    It's always refreshing to stumble onto another blog.
    reprinted material that is unnecessary. Great job!
    I've saved your site to my favourites and subscribed to your RSS feeds through Google.
    sound booster crack
    mindmaster crack
    f secure internet security crack
    4ukey itunes backup crack

    ReplyDelete
  8. On the Internet, I was happy to discover this installation.
    It was a wonderful read and I owe it to you at least once.
    It touched my interest a little and you kindly kept it.
    Become a fan of a new article on your site
    comodo antiviru crack
    psi crack
    final fantasy awakening se licensed ver crack
    adobe photoshop cc crack

    ReplyDelete
  9. I like this article. I was searching over search engines and found your blog and it really helps thank you very much…
    atlantis word processor crack has all the features you need to create simple documents or great works of literature: novels, essays, reports, letters, diaries, newspaper articles, etc. atlantis word processor crack rich-formatted documents from scratch, or edit existing MS Word documents, and send them to colleagues, customers, partners, friends. atlantis word processor crack eBooks for a living, or just create eBooks to read on your iPad or another eBook reader. atlantis word processor crack any document into an eBook with just a few mouse clicks! Intuitive, safe and reliable, superfast, portable, and entirely customizable, Atlantis will be the perfect companion for your word processing tasks. atlantis word processor crack

    ReplyDelete
  10. I like your all post. You Have Done really good Work On This Site. Thank you For The Information You provided. It helps Me a lot. It Is Very Informative Thanks For Sharing. I have also Paid This sharing. I am ImPressed For With your Post Because This post is very beneficial for me and provides new knowledge to me. This is a cleverly
    written article. Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it.
    It Is very Wounder Full Post.
    ashampoo winoptimizer crack
    ashampoo winoptimizer crack
    ashampoo winoptimizer crack
    ashampoo winoptimizer crack
    ashampoo winoptimizer crack

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

How to Download Video from Youtube - The Easiest way

পিৎজা এবং বই